প্রধান শিক্ষকের বাণী
আলহাম-দু-লিল্লাহ। শিক্ষা, শৃংখলা, সংযম- এই মূলমন্ত্রকে হৃদয়ে লালন করে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের ঐতিহ্য “টাঙ্গাইলের তাঁত শাড়ীর” সূতিকাগার বাজিতপুর ( হাট সংলগ্ন ) ঐতিহ্যবাহী “আদি টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়”। এই শিক্ষা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। অত্র বিদ্যালয়ের কার্যক্রম ওয়েব সাইটে প্রকাশিত হচ্ছে। আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে, ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময়, অধিকতর সহজ ও সুলভ ভাবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্টি বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারী/বেসরকারী অফিসসহ সকলের নাগালে দ্রত পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য। এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। আমি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, সুধিমহল সকলকে ওয়েবসাইট থেকে সেবা গ্রহণে আমন্ত্রন জানাই। যাদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় এ ওয়েব সাইটটি বাস্তবায়ন হলো, তাদের সকলকে আন্তরিক অভিন্দন জানাই। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় যাঁদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে, আদি টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।